নগরের পতেঙ্গা চরপাড়া সী-বিচ রোডের বিএসএল আবাসিক হোটেল সংলগ্ন এলাকা থেকে ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত সোমবার রাতে তাদের আটক করা হয় বলে সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ধৃতরা হচ্ছেন উত্তর পতেঙ্গা চড়িহালদা মোড় এলাকার মো. রিপনের ছেলে মো. শাকিল (২১) ও দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়ার মজিবুর রহমানের ছেলে মো. ওমর ফারুক (২৬)।