কক্সবাজার জেলার চকরিয়ায় পুলিশ সদস্যদের কুপিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় আসামি খাইরুল বশর ওরফে পুতু ওরফে পুতিয়া এবং সালাউদ্দিনকে গত শুক্রবার র্যাব–৭ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পতেঙ্গা থেকে গ্রেপ্তার করে। জানা যায়, চকরিয়া থানার হারবাং পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) শামীম আল মামুন টহল ডিউটি করা কালে গত ২৬ এপ্রিল রাত আনুমানিক ১২টার দিকে বড়ইতলী রোডস্থ শাপলা যুব সংঘ হাফালিয়াকাটা এলাকায় আসামি রাকিবকে হাতে কিরিচসহ রোডের উপর দেখতে পায়। পরবর্তীতে পুলিশের টহল টিম রাকিবকে গ্রেপ্তারের জন্য ধাওয়া করে। তখন রাকিবের চিৎকার শুনে ঘটনাস্থলে তার আত্মীয় স্বজন ধারালো চাপাতি, কিরিচ, রাম–দা, লোহার রড, বাঁশের লাঠি, হাতুড়ি নিয়ে পুলিশের উপর হামলা চালায়। রাকিব হাতে থাকা কিরিচ দিয়ে এসআই শামীম আল মাসুমের মাথায় কোপ মেরে গুরুতর জখম করে। রাকিবের অন্যান্য সহযোগীরা বাকি পুলিশ সদস্যদের কুপিয়ে পুলিশের একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত ও রক্তাক্ত জখম অবস্থায় এসআই শামীম আল মামুন, কনস্টেবল তারিকুল ইসলাম এবং মোহাম্মদ মামুনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে এ ঘটনায় পুলিশ সদস্য এসআই অপু দে বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর পরই চকরিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ নং আসামি রাকিবকে ছিনতাইকৃত অস্ত্রসহ গ্রেপ্তার করে।