পতেঙ্গা থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার যুবক কারাগারে

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৫:০৫ পূর্বাহ্ণ

নগরের পতেঙ্গা থানায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মো. সোহেল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। পরে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহার ক্রসিং এলাকার এক বাড়ির ছাদে মদ্যপ অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার শিকলবাহা ৫নং ওয়ার্ডের আহমদ নুরের ছেলে। এলাকায় সে যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয়রা ফেসবুকে প্রচার হতে দেখা যায়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, কর্ণফুলী থেকে পাঠানো যুবককে ভাঙচুর মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে নগরের পতেঙ্গা থানায় ভাঙচুরলুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ২০ থেকে ২৫ হাজার জনকে আসামি করা হয়। সে মামলায় সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসতর্কতা সংকেত প্রত্যাহার, ফের সাগরে যাচ্ছে মাছ ধরার ট্রলার
পরবর্তী নিবন্ধচাকা ও এক্সেল ভেঙে পিকআপ পড়ল পথচারীর ওপর