পতেঙ্গা টার্মিনাল অপারেট করতে চায় সৌদি কোম্পানি

বন্দর চেয়ারম্যানের সাথে বৈঠক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৮:০২ পূর্বাহ্ণ

সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) লিমিটেড আগামী ডিসেম্বরে চালু হওয়া চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল (পিসিটি) অপারেট করতে চায়। বে টার্মিনাল নির্মাণে আগ্রহী প্রতিষ্ঠানটি পতেঙ্গা কন্টেনার টার্মিনালে ইক্যুইপমেন্ট স্থাপন থেকে শুরু করে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেছে। গতকাল সৌদি রাজপরিবারের নিয়ন্ত্রাণাধীন রেড সি গেটওয়ে টার্মিনাল লিমিটেডের অন্যতম নীতি নির্ধারক ও সহযোগী পরিচালক (গ্লোবাল ইনভেস্টমেন্ট) হাসান আল তাহাত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল এস এম আবুল কালাম আজাদের সাথে বৈঠকে এসব আগ্রহ প্রকাশ করেন। অবশ্যই ১০ দিনের বাংলাদেশ সফরে থাকা বিশ্বের বেশ কয়েকটি দেশে বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির শীর্ষ এই কর্মকর্তা সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে বৈঠকেও এসব আগ্রহ প্রকাশ করেছেন।
পোর্ট অপারেটর এন্ড ইনভেস্টমেন্ট গ্রুপ হিসেবে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটির নীতি নির্ধারক পর্যায়ের শীর্ষ এই কর্মকর্তা গতকাল সকাল ১১টা নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেন। তিনি বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। দীর্ঘ বৈঠক শেষ করে তিনি নির্মাণাধীন পতেঙ্গা টার্মিনাল দেখতে যান। পতেঙ্গার ড্রাইডকের পাশে নির্মানাধীন টার্মিনালটির চারটি জেটি আগামী ডিসেম্বরে চালু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে এই টার্মিনালের জেটি দৃশ্যমান হওয়াসহ ব্যাকইয়ার্ড নানা কার্যক্রম সম্পন্ন হচ্ছে। রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) লিমিটেডের সহযোগী পরিচালক পিসিটি নির্মাণের বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখেন। তিনি প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। পিসিটি পরিদর্শন শেষে তিনি পুনরায় বন্দরে আসেন এবং বন্দর চেয়ারম্যানের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন। বিকেলে তিনি ঢাকায় ফিরে যান।

পূর্ববর্তী নিবন্ধনগর যুবলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি, অনুষ্ঠান পণ্ড
পরবর্তী নিবন্ধপাহাড় থেকে সরে যেতে মাইকিং