নগরীর পতেঙ্গা থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে সরঞ্জামসহ আটজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দক্ষিণ পতেঙ্গা নাজিরপাড়া বিলের মাঝখানের পত্যিক্ত একটি ঘর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন মো. আজগর শেখ (৪৫), মো.রিসাত (৩১), প্রদীপ ধর (৪৩), মো. ওসমান মিয়া (৪২), জালাল আহাম্মদ (৪৫) ও মো. আনোয়ার হোসেন (৪০)।
অপর অভিযানটি পরিচালিত হয় ডেইলপাড়া নেয়ামত আলী শাহ মাজার গলি এলাকায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে। তারা হলেন মো. রফিক (৫০) ও মো. আব্দুল হামিদ (৩৯)।
গতকাল শুক্রবার পতেঙ্গা থানার ওসি কবির হোসেন আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নগদ টাকা ও সরঞ্জামসহ উক্ত আটজন জুয়াড়িকে পৃথক দুটি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জুয়া আইনে প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।