কাজ শেষ করে জাহাজ থেকে নামার সময় পা পিছলে পড়ে আনোয়ার আজম খান (৪০) নামে জাহাজের এক সুপারভাইজার সাগরে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর থেকে তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে নৌ–পুলিশসহ কোস্টগার্ড। নিখোঁজের ১৩ ঘণ্টা পার হয়ে গেলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
গত রবিবার রাত পৌনে ১১টার দিকে বঙ্গোপসাগরের পতেঙ্গা সি–বিচ এলাকায় এমভি. আমস্টেল নামে একটি জাহাজ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আনোয়ার আজম নোয়াখালী জেলার শ্যানবাগ এলাকার নুরু খানের ছেলে। তিনি ওই জাহাজের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় রবিবার রাতে পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে জানান ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল কোস্টগার্ড ও নৌ পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে, এখনো পর্যন্ত ওই লোকের সন্ধান মেলেনি। জাহাজের ক্রেন অপরাটের আব্দুল মোতালেব জানান, ওই জাহাজ থেকে তিনদিন আগে তারা নেমে আসেন। জাহাজটি ১৮ দিন ধরে নোঙর করে আছে। গত রোববার রাতে জাহাজে কাজ শেষে নামার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন তত্ত্বাবধায়ক আনোয়ার আজম খান। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।