নগরীর পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গা মুসলিমাবাদ জেলে পাড়া মোড়ে অভিযান চালিয়ে ৮টি চোরাই মোবাইলসহ আনোয়ার হোসেন ও বায়জীদ হোসেন লিপু নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত বহস্পতিবার এ ঘটনা ঘটে। পতেঙ্গা মডেল থানার এসআই মোহাম্মদ শাহাদাত হোছাইন জানান, নোয়ার হোসেন ও বায়জীদ হোসেন লিপু পরস্পর যোজসাজসে চোরাই মোবাইল বেচাকেনার করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে সিএমপি পতেঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।