আসন্ন মেয়র নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্র্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, সম্প্রতি ফ্রান্সে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এসব ঘটনায় একজন মুসলমান হিসেবে আমাদের হৃদয় ক্ষত-বিক্ষত হয়েছে আর এমনটা প্রত্যেক মুসলমানেরই হওয়ার কথা। আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, আল্লাহর প্রতি তাকওয়া ও রাসুল প্রীতিই হচ্ছে দুনিয়া আখেরাতের একমাত্র মুক্তির পথ। এ জন্য প্রয়োজন আওলিয়া কেরামের আধ্যাত্মিক দর্শন। আল্লাহর অলিদের দর্শনে অন্তর পাপমুক্ত হয়। গত শনিবার পতেঙ্গার পূর্ব হোসেন আহমদ পাড়ায় শাহসূফি হযরত মোহাম্মদ আলী শাহ (রহ.) এর ৪০ তম বার্ষিক ওরশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ৪০নং ওয়ার্ড দলীয় কাউন্সিলর প্রার্থী ও হযরত মোহাম্মদ আলী শাহ (রহ.) ইসলামী কমপ্লেঙের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারেক কোম্পানির সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন শাহাদাত হাসান, নুরুল ইসলাম সোনামিয়া, বাবুল হক, ইদ্রিস, আবদুস সালাম, শাহাবউদ্দিন, মাহামুদুল হক, নজরুল ইসলাম, নজরুল মিন্টু, ইসমাইল, জসিম উদ্দিন, মোস্তাফা কামাল, সোলাইমান, শেখ জাহেদ, রুবেল, মিজানুর রহমান মিজান, এসকে আরমান, মাহিন নেওয়াজ, সাদ্দাম, আশরাফি, আল আমিন, মেহিদি হাসান শাকিল, তুষার, অপু, রনি, সুমিত, সাইফুদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।