পতেঙ্গা বিচের আদলে পদ্মার পাড়ে একটি বিচ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গত ডিসেম্বর মাস থেকে বিষয়টি নিয়ে কাজ করছেন তিনি। তাই পতেঙ্গা বিচ দেখতে চট্টগ্রাম এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পতেঙ্গা বিচের ছবি ও ভিডিও দেখে মুগ্ধ হন তিনি। এরপর একই আদলে একটি বিচ নিজের এলাকায় পদ্মা নদীর পাড়ে গড়ে তোলার উদ্যোগ নেন। এতে সিডিএর সহায়তা চেয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। সভায় সিডিএর পক্ষ থেকে পতেঙ্গা বিচ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে রাজশাহী সিটি মেয়র পতেঙ্গা বিচ পরিদর্শনে যান।
ইঞ্জিনিয়ার মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিডিএ সচিব ইয়াছমিন পারভীন তিবরীজি। নগরীর মাস্টারপ্ল্যান নিয়ে বক্তব্য দেন সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ শাহীনুল ইসলাম খান। নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বক্তব্য দেন সিডিএর চিফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন শামস ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান।
সিডিএর চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার অবদান স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। জাতীয় নেতা কামরুজ্জামানের উত্তরাধিকার খায়রুজ্জামান লিটনের চট্টগ্রাম আগমনে ধন্যবাদ জানান তিনি। রাজশাহীতে পতেঙ্গা বিচের আদলে বিচ গড়ে তোলার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেওয়ারও আশ্বাস দেন। সামাজিক ৫ম পৃষ্ঠার ৩য় কলাম
যোগাযোগ মাধ্যমে পতেঙ্গা বিচ দেখে মুগ্ধ হওয়ার কথা জানিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, এই ধরনের একটি বিচ নিজের এলাকায় বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি। সিডিএর সহায়তা প্রকল্পটি বাস্তবায়নে ভূমিকা রাখবে।