চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকার দক্ষিণ পতেঙ্গায় মো. সাকিব (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে দক্ষিণ পতেঙ্গা এলাকার ডেইলপাড়া আকব শাহ কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত মো. সাকিব একই এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে। সে চাকরি করতো বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি এখন। তবে কি কারণে ছেলেটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে পাশের মামার ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সাকিব।