পতেঙ্গায় বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আরেক জেলের মৃ’ত্যু, একে একে মারা গেল ৩ জন

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ৩:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গায় ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় মাহমুদুল করিম (৩৯) নামের আরও এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবার সূত্র নিশ্চিত করেছে।

নিহত মাহমুদুল করিম মহেশখালী পৌরসভার ঘোনারপাড়া এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র। সে মহেশখালী পৌরসভার শামসুল আলম প্রকাশ মনিয়া ও নিহত মাহমুদুল করিমের ভাই আনছারুল করিমের মালিকানাধীন ফিশিং বোটের শ্রমিক ছিলো।

গত বৃহস্পতিবার চট্টগ্রামে পতেঙ্গায় ওই ফিশিংবোটে আগুন লেগে ৪ জন আহত ও আব্দুল জলিল নামের একজন নিখোঁজ ছিলেন। দুইদিন পর নিখোঁজ আব্দুল জলিলের লাশ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রবিবার শাহ আলম মাঝি ও সোমবারে মাহমুদুল করিমের মৃত্যু হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর শিকলবাহা খালে নির্মাণ করা হচ্ছে এক স্প্যানের ‘স্টিল আর্চ ব্রিজ’
পরবর্তী নিবন্ধমলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন কর্ণফুলীর যুবক, ১৪ ঘন্টা পর উদ্ধার