নগরীর পতেঙ্গা এলাকায় এক দোকানদারকে গলায় ছুরি ধরে দোকানের ক্যাশ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ১১ দিকে নগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকার গার্লস কলেজের গেটের আগে এই ঘটনা ঘটে। শাওন লাইব্রেরির স্বত্বাধিকারী ভুক্তভোগী মনির উদ্দিন শাওন জানান, রাত সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনি হঠাৎ কয়েকজন এসে আমাকে জিম্মি করে গলায় ছুরি ধরে আমার ক্যাশের টাকা পয়সা নিয়ে বাইকে করে পালিয়ে যায়। আমার শাওন লাইব্রেরিতে আমি বিকাশের ব্যবসা করি। তাই আমার ক্যাশে অনেক টাকা ছিল। আমি থানায় জিডি করার জন্য গিয়েছিলাম কিন্তু জিডি নেননি তারা। পুলিশ বলেছে এই ঘটনায় মামলা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি মোঃ মাহফুজুর রহমান জানান, ঘটনার পর থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহণ করছি। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি– ২য় বার যাতে একই ঘটনা না ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা গিয়েছিলেন। আমি নিজেও সেখানে গিয়েছি। আশাপাশের লোকজনের সাথে কথা বলেছি। ভুক্তভোগী চাইলে যে কোন মুহূর্তে মামলা করতে পারেন।