নগরীর পতেঙ্গার নেভাল একাডেমি এলাকা থেকে দেড় হাজার ক্যান বিয়ার উদ্ধার করেছে র্যাব। এসব বিয়ার ১৫টি প্লাস্টিকের বস্তার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. আরফিল ইসলাম ও মো. আবু তালেব। গত মঙ্গলবার রাতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত দেড় হাজার ক্যান বিয়ার ও দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গতকাল র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সুকৗশলে টেকনাফ এবং কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে বিয়ার সংগ্রহ করে জেলা এবং নগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিল। আসামিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আলামতসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।