জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ বারবার গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু আজও ফ্যাসিবাদী শক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা রাজনীতির নামে সন্ত্রাস, দমন–পীড়ন ও নাশকতা চালিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা করছে।
পতিত স্বৈরাচারী চক্রের পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা–কর্মীসহ সাধারণ জনগণ এ ষড়যন্ত্র রুখে দাঁড়াবে। দেশের মানুষের অধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত সর্বদা রাজপথে থাকবে। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে বদ্ধপরিকর।
গতকাল বৃহস্পতিবার নগরীতে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র ও নাশকতা প্রতিরোধে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর সাত স্পট –নিউমার্কেট মোড়ে কোতোয়ালি থানা আমির আমির হোছাইনের সভাপতিত্বে, আগ্রাবাদ বাদামতল মোড়ে ডবলমুরিং থানা আমির ফারুকে আজমের সভাপতিত্বে, এ কে খান মোড়ে আকবর শাহ থানা আমির আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে, অক্সিজেন মোড়ে বায়েজিদ থানা আমির মাওলানা জাকির হোসেনর সভাপতিত্বে, মুরাদপুর মোড় পাঁচলাইশ থানা আমির মাহবুবুর হাসান রুমীর সভাপতিত্বে, বহদ্দারহাট মোড়ে চান্দগাঁও থানা নায়েবে আমির অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে, নতুন ব্রিজ এলাকায় বাকলিয়া থানা আমির সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম, চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার প্রমুখ।
দক্ষিণ জেলা জামায়াত :
দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দেশ ও জাতি ঐক্যবদ্ধ। দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র অতীতেও টিকেনি, ভবিষ্যতেও টিকবে না। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। গতকাল বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্যদিকে পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলার পৃথক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। বাঁশখালীসহ অন্যান্য উপজেলায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে অবস্থান কর্মসূচি পালন করে। প্রেস বিজ্ঞপ্তি।












