পণ্যের অশুভ সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের দলে স্থান নেই

পাহাড়তলীতে কার্যকরী কমিটির সভায় নাছির

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১১:২০ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, যে দল গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অবৈধ বলে তাদের রাজনীতি করার অধিকার আছে কি না সে বিষয়টি ভেবে রাখতে হবে। এই অপশক্তি দেশে নানাভাবে কৃত্রিম সংকট তৈরি করছে। রাজনৈতিক ইস্যুবিহীন নামমাত্র স্লোগান সর্বস্ব মাঠ গরম করার এই অপকৌশল অবশ্যই প্রতিহত করা হবে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশে খাদ্য ঘাটতি নেই। তারপরও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। পর্যাপ্ত মজুদ ও আমদানি পাইপ লাইন থাকা সত্ত্বেও অশুভ সিন্ডিকেট দেশে ষড়যন্ত্রের জাল বিস্তার করে দুর্ভিক্ষ সৃষ্টি করতে চায়। এরা দলের ভিতরেও আছে, বাইরেও আছে। এই সিন্ডিকেটের খলনায়কদের তালিকা তৈরি করার জন্য শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তাদের মুখোশ উন্মোচন করতে আহ্বান জানাই। খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অশুভ সিন্ডিকেটের সাথে জড়িতদের দলে স্থান নেই। এম. রেজাউল করিম চৌধুরী বলেন, শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন আসন্ন মেয়র নির্বাচনে। নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য মহানগর আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতাকর্মীদের মূখ্য ভূমিকা পালন করতে হবে। ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন এ ইউনিটের আবদুল সালাম জায়গিরদা, বি ইউনিটের মুক্তিযোদ্ধা আবু বক্কর, সি ইউনিটের আবুল হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, সাইফুদ্দীন খালেদ বাহার, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমদ, মোরশেদ আক্তার চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন স্পটে ৩১ মামলা ৩৯ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসিআইইউর ২৩তম ভার্চুয়াল সিন্ডিকেট বৈঠক