পটিয়া উপজেলার বেলখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বড়ুয়া রাজুর স্মরণসভা বিদ্যালয় মাঠে এম মঞ্জুরুল হক চৌধুরীর সভাপতিত্বে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। বেলখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলখাইন উদয়ন সংঘ, বেলখাইন একতা ফুটন্ত ক্লাব ও আবুল হোসেন চৌধুরী স্মৃতি গণপাঠাগারের সমন্বয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা প্রফেসর মির্জা মুহম্মদ শহীদুল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন ৯নং বরলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু, পটিয়া উপজেলা সাবেক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, পটিয়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দেবাশিস বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা রূপাঞ্জলী কর। এম. মঈন উদ্দীন চৌধুরী ও রাশেদ চৌধুরীর সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন স্মরণসভা উদ্যাপন কমিটির সদস্য সচিব জসীম উদ্দিন চৌধুরী। স্মৃতিচরণ করেন গুরা মিঞা মেম্বার, মুরাদ চৌধুরী, কনক বড়ুয়া, উজ্জ্বল চৌধুরী চন্দন, এড. জিকো বড়ুয়া, জিতেন্দ্র লাল বড়ুয়া, রূপন বিশ্বাস, আবু জাফর সিদ্দিকী, আকতারুজ্জ্বামান হাওলাদার, মিশকাত জাহান মিশু, নুর করিম চৌধুরী, এম. এয়াকুব আলী শিপন, রিজুয়ানুল হক রিপন, জিতু বড়ুয়া, রনি বড়ুয়া, নজরুল ইসলাম জয় প্রমুখ। স্মরণসভা উপলক্ষে স্মরণিকা ‘সুজিত স্মারক’ প্রকাশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।