পটিয়ায় মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও যুবলীগ নেতাকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেলেন বিএনপির ১৮ নেতা। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মোহাম্মদ আমিনুল ইসলামের যৌথ বেঞ্চ গতকাল বৃহস্পতিবার ওই ১৮ নেতার ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী
ব্যারিস্টার খালেদ মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, পটিয়া উপজেলার কচুয়াই গিরি চৌধুরী বাজারের নিকটবর্তী স্থানে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের উপর গত ১৪ জুলাই রাত ১০টার পর ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা হামলা, সরকার বিরোধী স্লোগান ও যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ আনা হয় উক্ত মামলায়। পটিয়া পৌরসভার যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাদি হয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। এতে আরো ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
বিএনপি নেতা খোরশেদ আলম জানান, এ ধরনের মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের দমানো যাবে না। উচ্চ আদালত ১৮ নেতাকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন বলে জানান তিনি।