কবিতা, গান, নৃত্য ও কথামালায় বর্ষাবরণ ও ফল উৎসব গত ১৭ জুন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বর্ষা বরণ অনুষ্ঠানের মাধ্যমে শিশু–কিশোররা মন থেকে সংকীর্ণতা দূর করে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলবে সম্প্রীতির বাংলাদেশ, সেই সাথে জানবে আবহমান বাংলার ঋতু বৈচিত্র্য সম্পর্কে। একাডেমির সদস্য সুকান্ত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে কথামালায় অংশ নেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি, সমন্বয়ক এমরান হোসেন রাসেল, সিনিয়র সদস্য আবদুল আল মোমেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।











