বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্পের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শ্রদ্ধাপ্রিয় ভিক্ষু, আনন্দপ্রিয় ভিক্ষু, প্রজ্ঞাপ্রিয় ভিক্ষু। অনুষ্ঠানে বৌদ্ধদের জন্য শ্মশান স্থাপনের অনুরোধ জানালে মেয়র বলেন, ইতোমধ্যে হিন্দু ও বৌদ্ধদের জন্য যৌথভাবে শ্মশান নির্মাণের লক্ষে একটি জমি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। আগামী অর্থবছরে শ্মশানের সম্পূর্ণ কাজ দৃশ্যমান হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি কাজ করে যাব।