পটিয়া পাঁচুরিয়া তপোবন আশ্রমে উৎসব

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের ৭৫তম আবির্ভাব জয়ন্তী উৎসব দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্যদিয়ে গতকাল (শুক্রবার) আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সমগ্র অনুষ্ঠানে পৌরহিত্য করেন তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। ‘স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের জীবনী ও কর্ম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী অমল কান্তি দাশ। উৎসব উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃতি বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের শিক্ষা সচিব অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, জনতা ব্যাংকের ডিজিএম শম্ভু দাশ, বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নারায়ন মজুমদার, সাধারণ সম্পাদক রাজীব দে শম্ভু, বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা, দি চিটাগং ট্রাস্টের মহাসচিব মাভৈঃ তারানাথ চক্রবর্তী, পটিয়া উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি যদু রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, জগদীশ মল্লিক। সংগঠক ডা. অনুপম নাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার উজ্জ্বল কর্মকার ও উজ্জ্বল নাথ। দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলমঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদভগবদগীতা পাঠ, চণ্ডীযজ্ঞ, গুরুপূজা ও বন্দনা, নৃত্যনাট্য ‘রাধার দানলীলা’, সাধুভান্ডারা ও বৈষ্ণব সেবা, সাধুবৈষ্ণবের প্রবচন, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিন্দু পারিবারিক আইন সংস্কার নিয়ে বিভ্রান্তি বন্ধে সনাতনী কল্যাণ সংঘের আহ্বান
পরবর্তী নিবন্ধকাটগড় জেলেপাড়ায় ফ্রি চিকিৎসা সেবা