পটিয়া জিরিতে সূর্য্যবত উৎসব কাল

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে সার্বজনীন শ্রীশ্রী হরগৌরী মন্দির ও মা মগধেশ্বরী সেবা মন্দিরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সূর্য্যব্রত উৎসব কাল রবিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে। সেবা মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছেচণ্ডীপাঠ ও সমবেত প্রার্থনা, সূর্য্যব্রত পূজা, শ্রীশ্রী গীতাযজ্ঞ, ধর্মীয় আলোচনা সভা, মহাপ্রসাদ আস্বাদন, সঙ্গীতাঞ্জলি ও মিলন মেলা। অনুষ্ঠানে সকল ভক্তমণ্ডলীদের উপস্থিত থাকার জন্য সেবা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সমীরণ কান্তি নাথ মহাজন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত হলে সাতকানিয়াবাসীর সেবক হিসেবে কাজ করবো
পরবর্তী নিবন্ধআবদুল হক চৌধুরী স্মৃতিকেন্দ্র থেকে চুরি হওয়া ১৭টি ফ্যান উদ্ধার, গ্রেপ্তার ৩