পটিয়া এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা। গতকাল অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় তারা ৩-০ গোলে ডবলমুরিং নেমা ফুটবল একাডেমিকে পরাজিত করে। এদিন অনুষ্ঠিত অন্য একটি কোয়ার্টার ফাইনাল খেলায় লোহাগাড়া ফুটবল একাডেমি ও বাঁশখালী থ্রি স্টার ক্লাবের মধ্যকার নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্যভাবে ড্র হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে লোহাগাড়া ফুটবল একাডেমি ৫-৪ গোলে জয় পেয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করে। গতকাল বুধবার দুপুরে জিরি সাইদাইর খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের এ খেলা শেষে ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থার মোহাম্মদ সোহেল ও লোহাগাড়া ফুটবল একাডেমির মো. রফিক। খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবিটস এর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম সাইফু।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড প্রেসক্লাব আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগের দলসমূহের মতবিনিময় সভা আজ