পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় সদরঘাট বাংলাদেশ বয়েজ ক্লাব ও ডবলমুরিং থানা এফ এ জয়লাভ করেছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম খেলায় সদরঘাট বাংলাদেশ বয়েজ ক্লাব ৩–০ গোলের ব্যবধানে বান্দরবান লামা এফ এ কে হারিয়ে দেয়। রিপন এ খেলায় হ্যাট্রিক অর্জন করেন। দিনের অপর ম্যাচে নগরীর ডবলমুরিং থানা এফ এ ১–০ গোলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা স্পোটর্স একাডেমিকে হারিয়ে মাঠ ছাড়েন। গোল করেন তুষার। জিরি সাইদাইর খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন সদরঘাট বাংলাদেশ বয়েজ ক্লাবের মো. রিপন। অপর খেলায় ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন ডবলমুরিং থানা এফ এ’র তুষার। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এম ইদ্রিস চৌধুরী অপুর সভাপতিত্বে ও টুর্নামেন্টের সচিব হাশেম বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দুই খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও এবিটস এর সচিব কুতুব উদ্দিন রানা। এ সময় উপস্থিত ছিলেন এবিটস ফুটবল টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নিলয়, যুগ্ম সচিব আজিজুল হক, সদস্য এমরান হোসেন জীবন, আলী শিফন, রায়হান চৌধুরী বোরহান।











