পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

| শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে থানামহিরায় দুইটি পূজামন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রী পূজামন্ডপে বন্ঠন করা হয়েছে। মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার টিটু কুমার নাথের সভাপতিত্বে ও সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক রেজাউল করিম নেছার চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর। উপস্থিত ছিলেন উত্তম কুমার নাথ, দিলীপ কুমার নাথ, লিটন কুমার নাথ, জন্টু কুমার নাথ, আব্দুল হাকিম, শাহেদ মাহমুদ চৌধুরী, ফরিদুল আলম, নেজাম উদ্দিন, ইউসুফ শাহ, শাখাওয়াত হোসেন, সেলিম হাসান, আব্দুল করিম, আবুল কাশেম মিয়া, আব্দুল কুদ্দুস, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম মাষ্টার, বেলাল উদ্দিন, নাছির উদ্দিন, জাহাঙ্গীর মাহমুদ চৌধুরী, আজগর, সুমন, মোরশেদুল আলম বাচ্চু, সাজ্জাদুল ইসলাম, জামশেদ, ইলিয়াস, সোহেল, মহিম, সাগর, মাহবুবুল আলম, হাবিবুর রহমান হাবিব, ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিনামূল্যে চিকিসা সেবা পেল ৪ শতাধিক দুস্থ দরিদ্র রোগী
পরবর্তী নিবন্ধহযরত মোহাম্মদ (সা.) অন্ধকার যুগে আলোর দিশা দেখিয়েছেন