পটিয়া আ.লীগ নেতৃবৃন্দদের সাথে ইন্দ্রপুল লবণ শ্রমিকলীগের মতবিনিময়

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটিয়া ইন্দ্রপুল লবণ মিল শ্রমিকলীগের নেতৃবৃন্দের সাথে উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার মুন্সেফবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিন। সভাপতিত্ব করেন পটিয়া লবণ শ্রমিক লীগের সভাপতি এয়াকুব আলী মাঝি। উপস্থিত ছিলেন কাজী একরাম, দুলাল মাঝি, হাসান শরীফ, সুজন বড়ুয়া, সাইফুল ইসলাম শাহীন, মামুন, নুরুল ইসলাম, সাইফুদ্দিন ভোলা, মান্নান, রুবেল, ছবুর, মাহাবু, সৈয়দ নুর, সবুজ, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকসই সমাজ গড়তে নারী ও কিশোরীদের অগ্রাধিকার দিতে হবে
পরবর্তী নিবন্ধফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন