পটিয়া আল-জামিয়ায় কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মজলিসে শূরার অনুষ্ঠান

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

পটিয়া আলজামিয়া আলইসলামিয়ায় কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর বার্ষিক মজলিসে উমূমী ও মজলিসে শূরা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মাদ্রাসার দারুল হাদীস মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভী। সিনিয়র মুহাদ্দিস মাওলানা কাজী মুহাম্মদ আখতার হোসাইন আনোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ তানভীর হাসান ও মাওলানা হাফেজ মাহফুজুল হক, নাতে রাসূল পরিবেশন করেন হাফেজ তানভীরুল হক তাহসীন। এতে দেশের বিভিন্ন জামিয়া ও মাদরাসার মুহতামিম ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন মাওলানা শাহ সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা হাফেজ খোবায়েব, মাওলানা হাবিবুল্লাহ হাশিমপুরী, মাওলানা শিহাব উদ্দিন, মুফতি আব্দুল কাদের, মাওলানা হারুন, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা আনোয়ারুল আলম, মাওলানা আবছার চৌধুরী প্রমুখ। এতে আঞ্জুমানের মহাসচিব মুফতি ইকরাম হোসাইন ওয়াদুদী গত বছরের কার্যক্রম ও চলতি শিক্ষাবর্ষের পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় সংবিধান অনুমোদন, সভাপতি নির্বাচন, কমিটির শূন্যপদ পূরণ, পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণসহ গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এছাড়া ১৪৪৫/৪৬ হিজরি শিক্ষাবর্ষের মারকাজী পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া ৩৩৮ জন ছাত্রকে পুরস্কৃত করা হয়। সভার শুরুতে জামিয়ার সাবেক শায়খুল হাদিস ও আঞ্জুমানের সাবেক সভাপতি মুফতি হাফেজ আহমদ উল্লাহ (রহঃ) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে মুফতি আবু তাহের কাসেমী নদভীকে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি এবং মুফতি ইকরাম হোসাইন ওয়াদুদীকে মহাসচিব নির্বাচিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতরিকতের খেদমত উৎসর্গীত ছিলেন আল্লামা নাদেরুজ্জমান খান (রহ.)
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সর্বত্র নারী স্বাস্থ্যের সুরক্ষায় উদ্যোগ গ্রহণ করা হয়েছে : মেয়র