পটিয়ায় ৮টি কিরিচ ও চাকু উদ্ধার

পিতা-পুত্রের দ্বন্দ্ব

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২২ মে, ২০২১ at ৫:১২ পূর্বাহ্ণ

পিতা-পুত্রের দ্বন্দ্বের জেরে পটিয়া উপজেলার উত্তর ছনহরা গ্রাম থেকে ৮টি কিরিচ ও চাকু উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ এসব দেশিয় অস্ত্র উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ছনহরা গ্রামের নুর মোহাম্মদের সঙ্গে তার পুত্র মো. ওয়াসিমের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে প্রায় সময় বাকবিতণ্ডের ঘটনা ঘটে। ঈদের দিন ধারালো কিরিচ উঁচু করে ওয়াসিমের স্ত্রীকে মারধর করার চেষ্টা করা হয়। এ ঘটনা নিয়ে গতকাল শুক্রবার সকালে স্থানীয়ভাবে সালিশি বৈঠকের আয়োজন করে। সালিশি বৈঠকে যারা দায়িত্বে ছিলেন তাদের প্রথম শর্ত ছিল ঈদের দিন যে অস্ত্র উঁচু করে হুমকি দেওয়া হয়েছিল তা বৈঠকে হাজির করা। কিন্তু বৈঠকে হাজির না করে কৌশলে কিরিচগুলো ওয়াসিমের পিতা নুর মোহাম্মদ পাচার করার সময় স্থানীয় লোকজন দুপুরে সিএনজিসহ আটক করে। পরে থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে নিয়ে যান। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ধারালো কিরিচ ও চাকু উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। একটি সিএনজি করে এসব অস্ত্র পাচারের সময় স্থানীয় জনতা এগুলো আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।