পটিয়ায় ৬০ লাখ টাকা মূল্যের ১৬ কেজি ওজনের কষ্টি পাথরসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার ধলঘাটের উত্তর সমুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাপিড একশন ব্যাটালিয়ান (র্যাব-৭)। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃতরা হলেন, ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরা গ্রামের মৃত আহমদ মিয়ার ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (৪৪) ও উত্তর ভূর্ষি গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ শাহ আলম (৩২)। কষ্টি পাথরটির বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। মূল্যবান এ পাথরটি বল আকৃতির। তার আগে গত বুধবার বিকেলে র্যাব-৭ এর একটি দল উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরা গ্রামের শীর্ষ ইয়াবা কারবারি জহির মল্লের ঘরে অভিযান চালায়। র্যাবের অভিযান টের পেয়ে কৌশলে পালিয়ে যায় জহির মল্ল। জহির মল্লের বসতঘরের দক্ষিণ পাশের নীচতলা থেকে এ দামি কষ্টি পাথরটি উদ্ধার করা হয়। এসময় জহির মল্লের ভাই গিয়াস উদ্দিনসহ দুইজনকে গ্রেপ্তার করে র্যাব। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।