পটিয়ায় ২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২২ জুন, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সারাদেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশের পর পটিয়ায় দুই অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এ দুই অবৈধ ডায়াগনস্টিক সেন্টার হলো পটিয়া পোস্ট অফিস মোড় এলাকার একুশে ল্যাব ও মুন্সেফ বাজার এলাকার শাহ আমানত ডায়াগনস্টিক সেন্টার।

গতকাল এসব ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে কাগজপত্র যাচাই করে অবৈধ প্রমাণিত হওয়ায় তা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও আরো ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে সংশোধনের জন্য সতর্কতা ও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাব্যসাচী নাথ, স্যানিটারি ইন্সপেক্টর শাহে এমরান, এমটি ল্যাব দেবাশীষ বড়ুয়া সাজু।

এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ জানান, এসব ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র না থাকায় বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও আরো ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে ইউএস কোস্টগার্ডের প্রতিনিধিদল
পরবর্তী নিবন্ধসংবাদ নিয়ে আপত্তি থাকলে প্রেস কাউন্সিলে যান