পটিয়ায় ২০ হাজার ব্যক্তি পেল কেডিএস গ্রুপের অর্থ সহায়তা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৮:৪৩ পূর্বাহ্ণ

পটিয়ায় ২০ হাজার ব্যক্তি পেল দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেডিএস গ্রুপের নগদ অর্থ সহায়তা। গতকাল বুধবার সকালে উপজেলার জিরি শাইদাঁইর খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে ২০ হাজার ব্যক্তিকে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়।

উপজেলার জিরি, কুসুমপুরা, কাশিয়াইশ, বড়লিয়া আশিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ হাজার ব্যক্তিকে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান, আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমদুল হক আহমদ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মো. হাসেম মেম্বার, কেডিএস গ্রুপের ব্যবস্থাপক কাজল বড়ুয়া, কুসুমপুরা ইউপির প্যানেল চেয়ারম্যান শওকত আকবর।

এসময় কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান বলেন, পবিত্র রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও পটিয়ার ২০ হাজার অসহায় ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন, সারাবিশ্বে অর্থনৈতিক যে মন্দাভাব বিরাজ করছে, সে তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা অনেক গতিশীল রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজালালাবাদে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধভাইকে উদ্ধার করতে গিয়ে পুকুরে ডুবল বড় ভাইও, পারল না বাঁচাতে