মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসন ও পটিয়া প্রেসক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচটি ২–২ গোলে ড্র হয়।
খেলার প্রথমার্ধে উপজেলা প্রশাসন ১–০ গোলে এগিয়ে থাকলে প্রথমার্ধের শেষের দিকে প্রেস ক্লাব গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরায়। পরে দ্বিতীয়ার্ধে আবারে ২–১ গোলে এগিয়ে যায় উপজেলা প্রশাসন। খেলা শেষের দিকে পটিয়া প্রেস ক্লাব গোল পরিশোধ করলে খেলা ২–২ গোলে ড্র হয়। খেলা শুরুর আগে
পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আতিকুল মামুন উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। খেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ এবং প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ও পটিয়ায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা অংশগ্রহণ করে। উভয় দলের খেলোয়াড়দের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জার্সি তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান।











