পটিয়ায় সাড়ে ৪ হাজার গরীব দু:স্থর মাঝে চাল বিতরণ

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর প্রণোদনা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:০৮ অপরাহ্ণ

পটিয়া পৌরসভার উদ্যোগে ৪ হাজার ৬শ’ ২১জন গরীব দু:স্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পৌরসভা কার্যালয়ের সামনে ঈদুল আযহা উলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত এ চাল বিতরণ করা হয়। গতকাল বুধবার চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। প্রতিজনকে ১০ কেজি করে সর্বমোট ৪৬.২১০ মেট্রিকটন চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রূপক কুমার সেন, সংরক্ষিত ৪ ৫ ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইয়াছমিন আকতার, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন, পৌরসভার সচিব নেজামুল হকসহ খাদ্য গুদামের টেক অফিসার ও আনসার ভিডিপি স্বপন পাল। এ সময় পৌরসভার মেয়র আইয়ুব বাবুল জানান, সরকার ঈদুল আযহা ও করোনা প্রণোদনা হিসেবে পটিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪,৬২১জন গরীব দুস্থদের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। এর মাধ্যমে সরকার গরীব দুস্থ অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তার ব্যবস্থা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধনভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা
পরবর্তী নিবন্ধএডভোকেট রহিম উল্লাহ