পটিয়ায় সাত জুয়াড়ি গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

পটিয়ায় উপজেলার জিরি ইউনিয়নে গত রোববার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ৭ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ জিরি বাহারপাড়ায় মো. ইব্রাহিমের দোকানে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। তবে এ সময় টাকা পয়সা সহ কয়েকজন পালিয়ে যান।

গ্রেপ্তারকৃতরা হলেন স্থানীয় মো. ইব্রাহিমের পুত্র মো. সাজ্জাদ (২০), আবু সৈয়দের পুত্র আ. আজিজ (৪২), ওবায়দুল হকের পুত্র মো. আনিছ (২৮), মৃত কবির আহম্মদের পুত্র মো. ফরিদ (৪২), মো. সৈয়দ হোসেনের পুত্র মো. জোবায়রুল ইসলাম (৩২), মো. . হাকিমের পুত্র মো. কামাল উদ্দিন (২৬) ও মো. আবু তাহেরের পুত্র মো. আব্দুল হামিদ (২৭)

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, জুয়ার আসর থেকে গ্রেপ্তারকৃত ৭ জুয়াড়িকে প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় নন এফআইআর প্রসিকিউশন দাখিল করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘আগামীদের আসর’ ও আমার লেখালেখি শুরুর গল্প
পরবর্তী নিবন্ধভিসা জালিয়াতি করলে যুক্তরাষ্ট্রে আজীবন নিষিদ্ধ