পটিয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১২:২৩ অপরাহ্ণ

পটিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। পরে আহত সাংবাদিককে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার আহত কাদেরের ভাই নুর কাদের ৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত সাংবাদিক গোলাম কাদের আলোকিত বাংলাদেশ ও বীর চট্টগ্রাম মঞ্চের পটিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত। অন্যদিকে বিরোধী পক্ষও গোলাম কাদেরসহ ১১ জনকে অভিযুক্ত করে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, গত রোববার রাত সাড়ে ৮টায় বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে দা কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তরা হলেন, আবছার উদ্দিন (৪৫), সাজ্জাদ হোসেন হিরু (৩৪), শাহজাহান মিন্টু (৪০) ও ইমরান হোসেন (২৮)। মামলার বাদী নুর কাদের বলেন, আমাদের সাথে প্রতিপক্ষের জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে। তারা কোনো আইন আদালত মানবে না, কোনো বৈঠকও মানবে না। তারা পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রেজাঊল করিম মজুমদার বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। তবে হামলাকারীদের সাথে সাংবাদিক পরিবারের পূর্ব বিরোধ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধডা. আহমেদ আলী স্মরণসভা আজ