পটিয়ায় শাপলা কুঁড়ির আসর অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৭:১১ পূর্বাহ্ণ

পটিয়ায় জাতীয় শিশু কিশোর সংগঠন শাপলা কুঁড়ি আসর রশিদাবাদ শাখার উদ্যোগে ও কাপতান বাড়ির সহযোগিতায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হাইদগাঁও জে আর স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৩-১ গোলে ইসলামী ব্যাংক সেভেন স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্যভাবে শেষ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। এ খেলায় ম্যান অব দা ম্যাচ ও সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন যথাক্রমে বিজয়ী দলের মো. সালাম ও মোজাম্মেল। এছাড়াও সেরা গোলরক্ষক ও ম্যান অব দা টুর্নামেন্ট পুরস্কার লাভ করেন রানার্স আপ দলের মো. হাসান ও ইশফাত। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা শাপলা কুঁড়ি আসরের সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে ও মো. তারেক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খালেদ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি ছৈয়দ নুরুল আবছার, অধ্যাপক এস এম রওশনগীর আমিরী, মীর এরশাদুর রহমান, ইউপি মেম্বার শামশেদ হিরু।

পূর্ববর্তী নিবন্ধআইপিএলে প্রথম ম্যাচেই দুর্দান্ত মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধসিজেকেএস সেপাক টাকরো লিগ সম্পন্ন