পটিয়ায় লিজেন্সি লায়ন্স রাম্বেল কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

পটিয়ায় লিজেন্সি লায়ন্স রাম্বেল কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত বুধবার রাতে পটিয়া টার্ফ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্ট্রাইক লায়ন্স ৬১ গোলে সুপ্রিম লায়ন্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচের শুরু থেকেই স্ট্রাইক লায়ন্সের খেলোয়াড়রা আধিপত্য বিস্তার করে। প্রথমার্ধে ৩০ গোলের লিড নেয় দলটি। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ বজায় রেখে আরও ৩টি গোল করেন তারা। শেষ দিকে সুপ্রিম লায়ন্স একটি সান্ত্বনা সূচক গোল করলেও ব্যবধান কমাতে ব্যর্থ হয়। ম্যাচ শেষে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও শিল্পপতি এম এয়াকুব আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনপটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল দাশ, পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধনিরব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ইস্পাহানি একাডেমির জয়
পরবর্তী নিবন্ধহাবিব উল্ল্যাহ ডনকে সভাপতি করে ব্যাডমিন্টন ফেডা’র কমিটি গঠন