পটিয়ায় রান্নাঘরের লাকড়ির চুলার আগুনে পুড়ল একই পরিবারের ৫ বসতঘর। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের ২ নম্বর ওয়ার্ড আকবরপাড়া এলাকায় বাবুল মেম্বারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন নুরুল আবছার, নুরুল হাকিম, নুরুল ইসলাম, ফৌজুল আজিম ও এয়ার মোহাম্মদ। স্থানীয়রা জানান, দুপুরে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে প্রথম তিনটি টিনশেড ঘরে এবং শেষে আরো দুইটি পাকা ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অন্তত ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশের দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৮ লাখ টাকা। ক্ষয়ক্ষতি হয়েছে।