পটিয়ায় আলোচিত প্রবাসী মামুন হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ কিবরিয়া উদ্দিন ওরফে ফারহানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ভোরে পটিয়া পৌরসভার ইন্দ্রপোল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়া এলাকার আইয়ুব আলী প্রকাশ বুইন্যের ছেলে। এর আগে গ্রেপ্তারকৃত ফারহানের বড় ভাই ফাহিমের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ মামুন। ওই ঘটনায় হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২১ সেপ্টেম্বর ওই মামলার ৪ নং আসামি ফাহিমের বাবা মোহাম্মদ আইয়ুব আলী প্রকাশ বুইন্যেকেও গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করে এজাহারনামীয় আসামি মোহাম্মদ কিবরিয়া উদ্দিন ওরফে ফারহানকে গ্রেপ্তার করেছে। এ মামলায় গত ২১ সেপ্টেম্বর ঘাতক ফাহিমের বাবা আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি ফাহিমকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।