পটিয়ায় মহাসড়কে চাঁদা আদায়কালে র‌্যাবের হাতে ধরা

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তুলে আসছিলেন সাজেদুল ইসলাম প্রকাশ সাজু (৩৭)। প্রশাসনের কতিপয় কর্তার যোগসাজসে এ কাজ করে আসছিলেন তিনি। অবশেষে গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার কমলমুন্সির হাট এলাকায় চাঁদা আদায়কালে র‌্যাব-৭ এর হাতে ধরা পড়েন তিনি।
সাজেদুল ব্রাক্ষণবাড়িয়া সদর থানার সুলতানপুর গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র। বর্তমানে তিনি পটিয়া পৌরসভার মধ্যম গোবিন্দারখীল ৯নং ওয়ার্ড এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। এ ঘটনায় র‌্যাব-৭ এর ডিএডি আবুল কালাম আজাদ (নৌ) বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ গতকাল তাকে আদালতে প্রেরণ করে। মামলা সূত্রে জানা যায়, সাজেদুল দীর্ঘদিন ধরে পটিয়া সদরের বিভিন্ন এলাকায় যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। এ ব্যাপারে র‌্যাব-৭ এর কাছে অভিযোগ ছিল।
উল্ল্লেখ্য, সাজেদুল ও তার ভাই নুরুল আমিন নুরুসহ কয়েকজনের একটি সিন্ডিকেট প্রতিদিন রাতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের নামে গাছ, বাঁশ, ইট, লবণ, গ্যাস, তরি-তরকারি বোঝাই গাড়ি থেকে চাঁদা আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএকনেকে ৪ হাজার ১৬৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ আটক ৪