পটিয়া মহিলা ফুটবল দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সংবর্ধনা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পটিয়া উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ফারহানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন উপজেলা ক্রীড়া সংস্থার অধীনে মহিলা ফুটবল দল জেলায় চ্যাম্পিয়ন হওয়ায় তাদের দলকে সংবর্ধনা ও তাদের মাঝে জার্সি বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পটিয়ার উন্নয়ন তহবিলের অধীনে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা মনে করি পটিয়ায় ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা কিশোর গ্যাং ও মাদকমুক্ত থাকবে যার জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আগামীতে পটিয়ার ক্রীড়াঙ্গন আরো শক্তিশালী হয়ে বিভিন্ন প্রতিযোগীতায় সাফল্য লাভের মাধ্যমে পটিয়ার জন্য সারাদেশে সুনাম বয়ে আনবে। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকোশলী কমল কান্তি পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহাবউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বাবুল কান্তি দে, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাদাউদ জামান চয়ন, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ক্রীড়া সংগঠক মো: নাছির উদ্দিন, উপজেলা প্রমিলা ফুটবল দলের কোচ বাদশা মিয়া, ক্রীড়া সংস্থার সদস্য যথাক্রমে মিশকাত আহমদ, সাংবাদিক শফিউল আজম, ছাত্র প্রতিনিধি মো: মারুফ আবদুল্লা, সদস্য লিয়াকত আলী।