পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

পটিয়ায় নিজ ঘরে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানবসত বিদ্যুতায়িত হয়ে রাজীব তালুকদার (৩০) নামের এক যুবক মারা গেছেন। নিহত যুবক উপজেলার হাইদগাঁও গ্রামের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য স্বপন তালুকদার বাড়ির জহর লাল তালুকদারের একমাত্র ছেলে।

 

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে। রাজীব তালুকদার পেশায় পটিয়ায় রবি কোম্পানির এসআর হিসেবে কর্মরত ছিলেন। অসাবধানবসত সুইচ ঠিক করে লাইন দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত মাটিতে পড়ে যান। এসময় বাড়ির লোকজন এসে দ্রুত উদ্ধার করে তাকে পটিয়া

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজীবের পাঁচ বছরের এক মেয়ে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ইউপি সদস্য স্বপন তালুকদার।

পূর্ববর্তী নিবন্ধতামাক শোধন চুল্লিতে পুড়ছে বনের কাঠ
পরবর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে স্থগিত করুন