পটিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

পটিয়ায় পুকুরে পড়ে প্রাণ হারিয়েছে নাজমা আকতার নামে দেড় বছর বয়সী এক শিশু। গতকাল শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঈদুলমল্ল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নাজমা আকতার ওই এলাকার প্রবাসী মো. হারুনের কন্যা। জানা গেছে, প্রবাসী মো. হারুন ও জুবাইদা বেগম দম্পতির যমজ সন্তান নাজমা ও আছমা। গতকাল সকালে দুই বোন বাড়ির আঙিনায় খেলছিল। এক পর্যায়ে বড় বোন নাজমা সবার অজান্তে বাড়ির পুকুরের পাড়ে চলে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবার সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ নাজমাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সেলিম উদ্দীন জানান, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি আবৃত্তি মঞ্চের সভা
পরবর্তী নিবন্ধদুই হাজার মানুষকে চিকিৎসাসেবা দিলেন ডাঃ এটিএম রেজাউল