পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্ধা গ্রামে মুদি দোকানের তালা ভেঙে ১৫ বস্তা চালসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোর চক্র।
গত সোমবার রাত সাড়ে ৩টায় নলান্ধা গ্রামের আকবর আলী সওদাগরের দোকানে এ ঘটনা ঘটে। চোরের দল দোকানের তালা ভেঙে প্রবেশ করে ১৫ বস্তা চাল, ১০০ লিটার খোলা সয়াবিন তেল, ৩০ লিটার সয়াবিন তেলের বোতল ছাড়াও দুধ, চিনি, চা পাতা, সাবান, সিগারেট, স্কেলসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। একই দিন ভোরে উপজেলার ধলঘাট ইউনিয়নের
৪ নং ওয়ার্ডে বাবুল দেবের ৪টি গরু চুরি করে নিয়ে যায় চোর। এ ঘটনায় তিনি বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ করেছেন।
মুদির দোকানদার আকবর আলী সওদাগর জানিয়েছেন, গতকাল সকালে স্থানীয় লোকজন তাকে ফোন করে জানালে তিনি জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পরে পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির এসআই মো. মনির ও এএসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে চুরির সত্যতা পেলেও বিষয়টি ঊর্ধ্বতন অফিসারকে জানায়নি তারা।
পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তবে মুদির দোকানে যে চুরির ঘটনা ঘটেছে তা কালারপুল পুলিশ ফাঁড়ি থেকে আমাকে জানানো হয়নি। বিষয়টি কেন গোপন রাখা হয়েছে তা তিনি জানেন না।