চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ায় গতকাল শনিবার মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এদিন দুপুরে দেড় ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে উপজেলার জলুয়ার দিঘীরপাড় এলাকায় পূরবী পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ চালক আবদুল কাদের (৪২) ঘটনাস্থলেই মারা যান। তিনি নোয়াখালী জেলার মুহাম্মদ কিবরিয়ার ছেলে। দুর্ঘটনার পর বাসটি পুলিশ জব্দ করেছে।
এর আগে দুপুর পৌনে ১টায় উপজেলার গৈড়লার টেক এলাকায় রাস্তা পারাপারের সময় লেগুনা গাড়ির চাপায় নিহত হন শের মোহাম্মদ (৬০) নামে এক কৃষক। তিনি ওই এলাকার মৃত আবদুল হামিদের ছেলে। প্রতিবেশীরা জানান, জমিতে কাজ করতে যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী লেগুনার চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি জসীম উদ্দিন জানান, দুটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পূরবী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন জানান, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কটি কোনভাবেই মহাসড়ক হিসেবে বিবেচিত হতে পারে না। এ ধরনের প্রসস্ত সড়ক এখন অনেক গ্রামেও দেখা যায়। সরু ও অপ্রশস্ত এ মহাসড়কটি যানবাহনের চাপে বিপদজনক হয়ে উঠেছে। মহাসড়কটি চার লেইনে উন্নীত করা সময়ের দাবি। তাছাড়া বাঁক সরলীকরণ, অদক্ষ চালকের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ এবং ব্যাটারিরিকশা ও টেক্সি মহাসড়কে উঠতে না দিলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।












