রাতের আঁধারে ভোটারদের টাকা বিলির অভিযোগে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় ভোটারদের প্রভাবিত করার জন্য টাকা বিলির ঘটনায় ‘কেন প্রার্থিতা বাতিল করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন কোলাগাঁও ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোছাইন।
গত মঙ্গলবার ওই ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের আহমদ নুর ও আনারস প্রতীকের আবুল কাশেম রাসেলের লিখিত অভিযোগের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হকের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।
অভিযোগের বিষয়ে মাহবুবুল হক বলেন, এটা আমার বিরুদ্ধে একটি নির্বাচনী ষড়যন্ত্র। আমি দীর্ঘদিন এলাকায় মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। পূর্বের একটি ছবি দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে।