পটিয়ায় কাশিয়াইশ ও ধলঘাট যুবলীগের সম্মেলন

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

পটিয়ার ধলঘাট ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে প্রীতিলতা কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী।

উদ্বোধক ছিলেন যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির। প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক রিটন নাথ। আমন্ত্রিত অতিথি ছিলেন ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, ইউনিয়ন আ. লীগের সভাপতি শফিকুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক প্রবোধ রায় চন্দন, আবদুর রহিম।

এছাড়া, গতকাল সকালে কাশিয়াইশ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শীতল তালুকদারের সভাপতিত্বে ও মোহাম্মদ এস্কান্দর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী। উদ্বোধক ছিলেন যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির। প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক রিটন নাথ।

পূর্ববর্তী নিবন্ধমানবতার মুক্তির মিশন নিয়েই মহানবীর (দ.) আবির্ভাব
পরবর্তী নিবন্ধগৃহকর আইন বাতিলের দাবিতে সুরক্ষা পরিষদের ওয়ার্ড অভিযাত্রা শুরু