পটিয়ায় কলেজ শিক্ষার্থীকে কোপালো কিশোর গ্যাং

ইভটিজিংয়ের প্রতিবাদ

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

পটিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আজিজুল হক (২৪) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার জিরি ইউনিয়নের খলীল মীর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত আজিজুল হক স্থানীয় মোহাম্মদ জামালের ছেলে ও চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় মামলার প্রস্ততি নিচ্ছেন বলে আহত শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়।

এ ঘটনায় আহতের বড় ভাই ওমর ফারুক জানান, আমার ভাই ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তাকে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তার পা ও হাতের হাড় কুপিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে। সে বর্তমানে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, এ ধরণের ঘটনার কোনো খবর পাইনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ১৩০ কেজির শাপলা পাতা মাছ, ৭০ হাজারে বিক্রি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪