পটিয়ায় ইউনিট পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় পটিয়া ইন্দ্রপুল এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা, কঠোর লকডাউনে গণপরিবহন চলাচলে বিধিনিষেধ থাকলেও তা অমান্য করে পটিয়া বাইপাস সড়ক দিয়ে প্রতিদিন সকালে চলাচল করছে যাত্রীবাহী কিছু বাস। খাদে পড়ে যাওয়া বাসের চাপায় সাদিয়া নামের এক শিশুর ডান হাত থেঁতলে যায়। এসময় শিশুটিকে উদ্ধার করতে গিয়ে তার মা আনজুমান আরাও আহত হন। শিশুটিকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহত অন্যদের নাম পরিচয় জানা যায়নি। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, লকডাউনের মধ্যে প্রায় সময় চন্দনাইশ, সাতকানিয়া-লোহাগাড়া থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরে যায় বাসগুলো। একটি বাস আরেকটিকে ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি উদ্ধার করেছে। তবে গাড়ি চালক পালিয়ে যায়।