পটিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার নাম মো. অলি উল্লাহ (৫৩)। গত বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের মুজাফরাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত অলি উল্লাহ নোয়াখালী সদর উপজেলার কাঞ্চানপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার থেকে নোয়াখালী নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী ‘ঈগল ওয়ান’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় যাত্রী মো. অলি উল্লাহর দেহ তল্লাশি করলে তার পরিহিত পায়জামার নিচে উরুর সাথে বিশেষভাবে বাঁধা অবস্থায় প্যাকেট থেকে ইয়াবার চালান উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয় ‘খ’ সার্কেল উপপরিদর্শক একেএম আজাদ উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।