পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় উপজেলার কচুয়াই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল উপজেলার দক্ষিণ শ্রীমাঠ আবু মেম্বার বাড়ির ৯নং ওয়ার্ডের মৃত নুর আহমদের পুত্র।
এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় মামলা রয়েছে। তাকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।